আতর, পারফিউম

এলকোহলিক পারফিউম ব্যবহারে ইসলামিক দৃষ্টিভঙ্গি

এলকোহলিক পারফিউম ব্যবহারে ইসলামিক দৃষ্টিভঙ্গি

সবার মনেই একটি সাধারন প্রশ্ন থাকে যে, এলকোহলিক পারফিউম হারাম কিনা?
আজকে আমরা এটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো ইংশা আল্লাহ।

এলকোহল সম্পর্কিত আলোচনা করলে, এটি আরবিতে “খমর” নামে পরিচিত। তবে, “খমর” শব্দটি স্বয়ং হারাম কিনা, সে বিষয়ে বিভিন্ন মত রয়েছে। তবে, এলকোহল বা মদ, যা সাধারণত পানীয় হিসেবে ব্যবহৃত হয়, সেটি সর্বসম্মতভাবে হারাম হিসেবে গণ্য করা হয়।

যেমন আল্লাহ্ বলেনঃ

“يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ”


অর্থাৎ, হে মু’মিনগণ! মস্তিষ্ক বিকৃতকারী মদ, উভয় পক্ষের বিনিময় সম্বলিত জুয়া, মুশরিকদের সম্মানিত পাথর যার নিকট তারা পশু জবাই করে অথবা তার ইবাদাতের জন্য স্থাপন করে এবং ভাগ্য নির্ধারণকারী তীর এ সবই শয়তানের প্রবঞ্চনা ও গুনাহের কাজ। তাই তোমরা তা থেকে দূরে থাকো। যাতে তোমরা দুনিয়ায় সম্মানজনক জীবন ও আখিরাতে জান্নাতের নিয়ামত পেয়ে কৃতকার্য হতে পারো। (সূরা মায়েদাহ্, আয়াতঃ ৯০)

তবে, মদ যদি শরীরের ওপর লাগে এবং তা নিয়ে সালাত আদায় করা যায় কি না, সে বিষয়ে কিছু মতভেদ রয়েছে। কিছু আলেমের মতে, মদ শরীরের ওপর লাগলে এটি নাপাক হয়ে যায় এবং এর কারণে সালাত পড়া যাবে না। আবার কিছু আলেমের মতে, মদ গায়ে লাগলেও এটি নাপাক নয়, তাই নামাজ পড়া যাবে।

এলকোহলিক পারফিউম সম্পর্কে যদি বলা হয়, তাহলে সেটি খাওয়ার জন্য ব্যবহৃত এলকোহল নয়। ভাত, তাড়ি বা আঙ্গুর পঁচিয়ে তৈরি হওয়া এলকোহল এবং পারফিউমে ব্যবহৃত এলকোহল এক নয়।

এলকোহল পান করলে মানুষের মস্তিষ্কে বিকৃতি ঘটে বা নেশা হয়, কিন্তু পারফিউম ব্যবহারে এমন কিছু ঘটেনা। পারফিউমের এলকোহল সাধারণত স্পিরিট থাকে, যা একটি সংরক্ষণকারী রাসায়নিক। এটি সুগন্ধি দীর্ঘসময় ধরে রাখার জন্য ব্যবহৃত হয় এবং এটি গায়ে লাগলেও মানব মস্তিষ্কে কোনো প্রভাব ফেলেনা। অধিকাংশ পারফিউমে ব্যবহৃত এলকোহল সাধারণত ডি-ন্যাচারড এলকোহল থাকে, যা জামায় শরীরে প্রভাব ফেলবে না।

তবে, যখন এটি স্প্রে করা হয়, তখন এলকোহল বাতাসের সঙ্গে মিশে যায় এবং গায়ে শুধুমাত্র সুগন্ধি থাকে। এই কারণে বেশিরভাগ স্কলাররা বলেন, পারফিউম ব্যবহার করলে শরীরের ওপর কোনো সমস্যা হবে না এবং সালাতের উপর এর কোনো ক্ষতিকারক প্রভাব পড়বে না।

অতএব, এলকোহলিক সুগন্ধি ব্যবহার করা হারাম নয় এবং এটি গায়ে লাগিয়ে সালাত আদায় করা যাবে।

আল্লাহই সর্বোত্তম জানেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *